জায়নামাযের দোয়া/prayers of Jainamaya
জায়নামাযের দোয়া বলতে কিছু আছে কি?
নামাযের আগে জায়নামাযে দাঁড়িয়ে এই দোয়া পড়া- আল্লাহুম্মা ইন্নি ওয়াজ্জাহতু ওয়ায হিয়া লিল্লাযি ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদ হানীফা ওমা আনা মিনাল মুশরিকী্ন– শরীয়তের কোন দলীল দ্বারা প্রমাণিত নয়।
মুলতঃ জায়নামাযের দোয়া বলতে শরীয়তে কিছু নেই। অবশ্য উপরোক্ত দোয়াটি রাসুলুল্লাহ ﷺ কখনো তাহাজ্জুদের নামাযে তাকবীরে তাহরীমার পর সানার স্থানে পড়তেন বলে প্রমাণিত আছে। যেমন, আলী রাযি. থেকে বর্ণিত হাদিসে এসেছে,
كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ قَالَ ” وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
রাসুলুল্লাহ ﷺ যখন (রাতের বেলা) দাঁড়াতেন তখন (তাকবীরে তাহরীমার পর) বলতেন, ওয়াজ্জাহতু ওয়ায হিয়া লিল্লাযি ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদ হানীফা ওমা আনা মিনাল মুশরিকীন…।
English::
Is thereনা anything to say about the prayers of Jainamaya?
Praying this prayer while standing in the Jainamaz before the prayer - Allahumma inni wajjahtu waz hiya lillazi fataras sama wati wal ard hanifa oma ana minal mushrikeen - is not proven by any document of the Shari'ah.
Basically, there is nothing in the Shari'ah to say the prayer of Jainamaz. However, it has been proved that the above prayer was recited by the Prophet (peace and blessings of Allaah be upon him) in the place of Sanaa after the takbeer tahreema in the prayer of Tahajjud. For example, Ali agrees. In the hadith narrated from,
When he stood up to pray, he said,
كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ قَالَ ” وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
When the Prophet (peace and blessings of Allaah be upon him) used to stand up (at night), he would say (after takbeer tahreema), wajjahtu waz hiya lillazi fataras sama wati wal ard hanifa oma ana minal mushrikeen.
No comments