তাকবীরে তাহরীমা//Tahrima in takbeer


বাংলাঃঃ-

নামাজে দাড়িয়ে প্রথমে আল্লাহু আকবর বলে নামাজ শুরু করতে হয়, এটাকেই তাকবীরে তাহরীমা বলে।

তাকবীরে তাহরীমার ক্ষেত্রে কি কি ভুল হয়?

তাকবীরে তাহরীমার ক্ষেত্রে ভুল সমূহ

১. অনেকে তাকবীরে তাহরীমার জন্য হাত উঠানোর সময় মাথা ঝুঁকায়, এটা নাজায়েয। সুন্নাত হলো মাথা সোজা রেখে সিজদার জায়গায় নজর রাখা। (শামী ১ : ৪৪৪)

২. তাকবীরে তাহরীমা বলার সময় পুরুষদের অনেকে চাদরের ভিতর থেকে হাত বের করে না। অথচ পুরুষদের জন্য চাদর থেকে হাত বের করে কান পর্যন্ত উঠানো মুস্তাহাব। তবে মহিলারা কাপড়ের ভিতর হতে হাত বের করবে না। (শামী, ১ : ৪৭৮)

৩. অনেকে হাতের তালু কিবলামুখী করে উঠায় না। বরং হাতের তালু কানমুখী করে দু‘পার্শ্বে উঠিয়ে বা হাতের আঙ্গুলসমূহ কিবলার দিকে বাঁকা করে নিয়ত বাঁধা। এরূপ করা ভুল।

৪. হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত উঠাতে হয়। অথচ অনেকে তড়িঘড়ি করে হাত সামান্য একটু উঠিয়েই নিয়ত বাঁধে।

৫. আরবী নিয়ত বলতে গিয়ে অনেকে তাকবীরে উলা, আবার অনেকে রুকু পর্যন্ত হারিয়ে ফেলে। অথচ আরবীতে নিয়ত বলা জরুরী নয়। বরং আরবীতে নিয়ত বলা জরুরী মনে করলে বিদ‘আত হবে। বাংলায় নির্দিষ্ট নামাযের ও ইমামের ইকতিদার নিয়ত করাই মুস্তাহাব আদায়ের জন্য যথেষ্ট। অধিকন্তু শুধু ন্তরে নির্দিষ্ট নামাযের সংকল্প করার দ্বারাই নিয়ত করার ফরয আদায় হয়ে যায়। নিয়ত মুখে বলা ফরয নয়, মুস্তাহাব। সবচেয়ে মারাত্মক বিষয় হলো, অনেকে আরবী নিয়ত পড়তে যেয়ে সেদিকে অর্থ না বুঝে এত বেশী মনোনিবেশ করে যে, নির্দিষ্ট নামায ও ইমামের ইকতিদার এরাদা বা সংকল্প অন্তরে উপস্থিত থাকেনা সেক্ষেত্রে নিয়ত ফরয এটা না পাওয়ায় তার নামায হয় না।

৬. অনেকে তাকবীরে তাহরীমা ও অন্যান্য তাকবীরে ‘আল্লাহ’ শব্দ এর লামকে এক আলিফের চেয়ে বেশি লম্বা করে থাকে-এটা ভুল। এক আলিফকে এক আলিফই রাখতে হবে। বেশি লম্বা করা অনুচিত।

৭. অনেক সময় ইমামের তাকবীরে তাহরীমার পূর্বেই অনেকে তাকবীরে তাহরীমা বলে ফেলে। সে ক্ষেত্রে ইমামের আগে যদি মুক্তাদীর তাকবীর শেষ হয়ে যায়, তাহলে তার ইকতিদা ও নামায সহীহ হবে না। পুনরায় তাকবীর বলে তাহরীমা বাঁধতে হবে।

৮. ‘আল্লাহু আকবার’ বলে হাত বাঁধার আগে অনেকে হাত দু’দিকে ছেড়ে দিয়ে ঝুলিয়ে তারপর বাঁধে। এরূপ না করে হাত উঠিয়ে সরাসরি বাঁধাই বাঞ্ছনীয়।

৯. ইমামের তাকবীরের পরে খামাখা তাকবীর বলতে দেরী করা। অথচ ইমামের তাকবীরের পর সাথে সাথেই তাকবীর বলতে হয়।






English::

 One has to start the prayers by saying Allahu Akbar while standing in the prayers, this is called Tahrima in Takbeer.

 What is wrong with takbeer tahrima?

 Mistakes in the case of tahrima in takbeer

 1.  Many bow their heads when raising their hands for takbeer tahrima, it is not permissible.  Sunnat is to keep the head straight and keep an eye on the place of prostration.  (Shami 1: 444)


 2.  Many men do not take their hands out of the chador while saying tahrima in takbeer.  But for men, it is mustahab to take the hand out of the sheet and raise it up to the ear.  However, women should not take their hands out of the clothes.  (Shami, 1:48)


 3.  Many do not raise their palms facing the Qibla.  Instead, the palms of the hands should be raised facing the ears or the fingers of the hands should be bent towards the qibla.  It is wrong to do so.


 4.  The thumb of the hand is raised up to the earlobe.  But many hurriedly raised their hands a little and tied the intention.


 5.  When it comes to speaking Arabic intention, many people get lost in takbeer, while others lose up to ruku.  But it is not necessary to say intention in Arabic.  On the contrary, if it is necessary to say intention in Arabic, it will be bid'at.  In Bengal, the intention to perform certain prayers and the iqtidar of the Imam is enough to fulfill the mustahab.  Moreover, the obligation to make the intention is fulfilled only by deciding on the specific prayer.  It is not obligatory to say it with intention, it is mustahab.  The most serious thing is that many people go to read the Arabic intention and concentrate so much on it without understanding the meaning that the intention or determination of the specific prayer and the iqtidar of the Imam is not present in the heart.


 .  Many people prolong the lam of the word 'Allah' in takbeer tahrima and other takbeers more than one alif - this is wrong.  One alif must have one alif.  It is inappropriate to make it too long.


 .  Many times before the takbeer of the Imam, many people say tahreema in the takbeer.  In that case, if the takbeer of the muqtadis ends before the imam, then his iqtida and namaz will not be valid.  Tahrima has to be tied by saying takbeer again.


 .  Before tying their hands saying ‘Allahu Akbar’, many people leave their hands hanging on both sides and then tie them.  Instead, it is advisable to raise the hand and tie it directly.


 9.  Delay in saying khamakha takbeer after takbeer of Imam.  But after the takbeer of the Imam, the takbeer has to be said immediately.

No comments

Powered by Blogger.