চিত্রসহ ওযুর নিয়ম//Rules of ablution with pictures
বাংলাঃঃ
নাপাকী থেকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন, বড় নাপাকী স্বামী-স্ত্রীর মিলন অথাব অন্য কোন কারণে বীর্যস্খলন কিংবা হায়েয-নেফাসের কারণে হয়ে থাকে, তা থেকে পবিত্রতা অর্জনের নিয়তে চুলসহ শরীরের সর্বাঙ্গে পানি বয়ে দেয়ার মাধ্যমে এ গোসল সম্পন্ন হয়।
দ্বিতীয়তঃ ওযুঃ এ বিষয়ে আল্লাহ বলেনঃ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُواْ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُواْ بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَينِ
অর্থ: “হে মুমিনগণ! তোমরা যখন নামাযে দণ্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত কর, মাথা মাসেহ কর এবং টাখনু পর্যন্ত পা (ধৌত কর)”। (সূরা আল মায়েদা, আয়াত: ৬)
উক্ত আয়াতে এমন কয়েকটি কার্য অন্তর্ভুক্ত হয়েছে যেগুলো ওযু করাকালীন সম্পাদন করা অত্যাবশ্যক। আর তা হল:
১। মুখমণ্ডল ধৌত করা। এর মধ্যে কুলি করা এবং নাকে পানি দিয়ে নাক পরিস্কার করাও অন্তর্ভুক্ত।
২। কনুইসহ দুই হাত ধৌত করা।
৩। সম্পূর্ণ মাথা মাসেহ করা। আর সম্পূর্ণ মাথা বলতে দুই কানও অন্তর্ভুক্ত।
৪। দুই পায়ের গিরাসহ ধৌত করা।
কাপড় ও নামাযের স্থানের তাহারাতের অর্থ হলো পেশাব, পায়খানা এবং এ জাতীয় অন্যান্য অপবিত্র বস্তু থেকে পবিত্র হওয়া।
১. “বিসমিল্লাহির রাহমানির রাহিম-আমি নামাযের উদ্দেশে পবিত্রতা লাভের উদ্দেশে ও আল্লাহ্’র সন্তুষ্টি লাভের উদ্দেশে ওযু করিতেছি” বলে প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে। প্রথমে ডান হাতে পানি নিয়ে বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত তিনবার এবং এরপর ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে।
২. ডান হাতে পানি নিয়ে তা মুখে দিয়ে ভাল্ মত কুলি করতে হবে। এভাবে তিনবার, যেন কোন প্রকার খাদ্যকণা মুখের ভিতর না থাকে। [রোজা থাকা অবস্থায়ও এটাই করতে হবে, তবে অনেক হুঁশিয়ার থাকতে হবে যেন পানি পেটে না যায়]
৩. ডান হাতে পানি নিয়ে নাকে পানি দিয়ে বাম হাতের বৃদ্ধাংগুলি,আর কনিষ্ঠাংগুলি দ্বারা নাকের ভিতর পরিষ্কার করতে হবে।
এমনভাবে পানি প্রবেশ করাতে হবে যেন নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায়। নাকের ভিতর কিছু থাকলে নাক ঝাড়তে হবে। এভাবে তিনবার। প্রতিবারই পরিষ্কার পানি দিতে হবে নাকে।
৪. এবারে মুখমন্ডল অর্থাৎ কপালের উপরে যেখান থেকে স্বাভাবিকভাবে মাথার চুল গজায় সেখান থেকে নিচের থুতনির নীচ পর্যন্ত এবং
এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত মধ্যবর্তী স্থান, পানি দিয়ে তিনবার ধৌত করতে হবে। দাঁড়ি থাকলে তা খিলাল করতে হবে। যেন দাঁড়ি পরিষ্কার হয় এবং সম্ভব হলে দাঁড়ির গোড়ায় পানি পৌঁছায় (পাতলা দাঁড়ির ক্ষেত্রে). গোঁফের খেত্রেও একই কথা প্রযোজ্য। এভাবে তিনবার করতে হবে।
৫. এবারে বাম হাত দিয়ে পানি দ্বারা ডান হাত কনুই পর্যন্ত তিনবার ভালভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তারপর একি ভাবে ডান হাত দিয়ে বাম হাতও পরিষ্কার করতে হবে। কারো হাতে আংটি থাকলে দেখতে হবে আংটির নিচেও যেন পানি প্রবেশ করে। নখেও যেন কোন ময়লা না থাকে।
৬. মাথা মাসেহ করাটা একটু খেয়াল করে করতে হবে। উপরের ছবির মত করে বৃদ্ধাংগুলি আর শাহাদাত আংগুলি আলাদা রেখে দুই হাত দিয়ে কপালে চুল শুরু হবার জায়গা থেকে পিছনে মাথার এক-চতুর্থাংশ মাসেহ করতে হবে। তারপর একই ভাবে হাত উল্টিয়ে মাথার তিন-চতুর্থাংশ পিছন থেকে সামনে মাসেহ করতে হবে। এবারে শাহাদাত আংগুলি দ্বারা কানের ভিতরের অংশ আর বৃদ্ধাংগুলি দ্বারা কানের বাইরের অংশ পরিষ্কার করতে হবে। এরপর হাতের পিছনের অংশ দিয়ে ঘাড় মাসেহ করতে হবে।
৭. এরপর ডান হাত দিয়ে পানি ঢেলে বাম হাত দিয়ে ডান পা টাখনু বা গোঁড়ালি পর্যন্ত ভালভাবে পরিষ্কার করতে হবে এমনভাবে যেন আংগুলের ভিতরও কোন ময়লা না থাকে। প্রথমে ডান পায়ের কনিষ্ঠ আংগুল থেকে খিলাল করতে হবে, বাম পা এর ক্ষেত্রে বৃদ্ধাংগুলি থেকে শুরু করতে হবে। এভাবে তিনবার।
ওযু শেষ হবার পর নিচের দু’আ পড়তে হবে-
أَََشْهَدُ أَنْ لا إلَه إِلّا الله وَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ
”আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু-লা-শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আ’বদুহু-ওয়া রাসূলুহু।”
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া আর কোন মা’বুদ নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর বান্দাহ ও রাসূল।
প্রিয় বন্ধুরা! অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোষ্ট। অযুর গুরুত্ব অনেক, কিন্তু আমরা অনেকেই অযুর সঠিক নিয়ম জানি না, জানতে চেষ্টাও করি না।
English::
Taharat means the sanctity of the body, the clothes and the place of prayer. The sanctity of the body is in two ways:
Firstly: In Hadith, attaining purity through bathing from Akbar or great impurity, great impurity is due to intercourse of husband and wife or for any other reason due to ejaculation or menstruation, this bath is completed by carrying water all over the body including hair to achieve purity.
Secondly, Allah says about ablution:
O you who believe!
Meaning: “O you who believe! When you want to stand in prayer, wash your hands up to your face and elbows, massage your head and feet up to your ankles. ” (Surat al-Ma'ida, verse 6)
This verse includes some of the tasks that are essential to perform while performing ablution. And that is:
1. Wash the face. This includes rinsing the nose and rinsing the nose with water.
2. Wash both hands including elbows.
3. Massage the whole head. And the whole head includes two ears.
4. Washed with two legs.
Taharat at the place of clothing and prayer means purification from urine, toilet and other such impure objects.

1. "Bismillahir Rahmanir Rahim-I am performing ablution for the sake of prayer for the sake of purity and for the sake of gaining the pleasure of Allah," he said. First wash the right hand three times with the left hand up to the right wrist and then with the right hand up to the left wrist three times.
2. You have to take water in your right hand and cool it with your mouth. Three times in this way, so that no food particles are inside the mouth. [This should be done even while fasting, but be very careful not to get water in the stomach]
3. The nasal passages of the left hand should be cleaned with water in the right hand and the inside of the nose should be cleaned with the younger ones.
Water should be injected in such a way that the water reaches the soft spot of the nose. If there is anything inside the nose, you should blow your nose. Thus three times. You have to give clean water to your nose every time.
4. This time from the top of the face i.e. the forehead from where the hair grows normally to the bottom of the lower chin and
The middle space from one ear lobe to the other ear lobe should be washed three times with water. If you have a beard, you have to shave it. Make sure the beard is clean and water reaches the base of the beard if possible (in case of thin beard). The same applies to the mustache. This has to be done three times.
5. This time the right hand should be rubbed well with water with the left hand up to the elbow three times. Then in the same way the left hand should be cleaned with the right hand. If someone has a ring in his hand, he should see that water enters under the ring. There should be no dirt on the nails.
. Head massage should be done with a little care. As in the picture above, the old women and the martyred fingers should be kept separate and one-fourth of the head should be massaged from the place where the hair starts on the forehead with both hands. Then in the same way, turn the hand upside down and massage three-quarters of the head from the back to the front. This time the inner part of the ear has to be cleaned by the martyrdom fingers and the outer part of the ear by the old women. Then massage the neck with the back of the hand.
. Then pour water with the right hand and clean the right foot with the left hand up to the ankle or ankle so that there is no dirt inside the toe. First you have to start from the little toe of the right foot, in the case of the left foot you have to start from the big toe. Thus three times.
After the ablution, the following du'aa 'should be recited:
I bear witness that there is no god but Allah, and I bear witness that Muhammad is his slave and his messenger.
"Ashhadu Alla-ila-ha illallah-hu wahdahu-la-sharika lahu washadu anna muhammadan abduhu-wa rasuluhu."
Meaning: I bear witness that there is no god but Allah. I further testify that Muhammad (peace be upon him) is His slave and Messenger.
Dear friends! A very important post. Azure is very important, but many of us do not know the correct rules of ayu, do not even try to know.
No comments