ওযূর মুস্তাহাব-সমূহ

ওযূর মুস্তাহাব-সমূহ

১.অজুর নিয়ত মুখেঁ ও অন্তরে বলা।
২.প্রতি অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহ বলা।
৩.এমন উচু স্থানে বসে অজু করা যাতে পানি গড়িয়ে অন্য দিকে যায় এবং গায়ে ছিটা না
পড়ে।
৪.কেবলার দিকে মুখ করে অজু করা।
৫.অজুর সময় অপরের সাহায্য না নেয়া।
৬.ডান হাতে পানি নিয়ে কুলি করা এবং নাকে পানি দেয়া।
৭.বাম হাত দিয়ে নাক সাফ করা।
৮.পা ধোয়ার সময় ডান হাতে পানি ঢালা এবং বাম হাতে ঘষে ধোয়া।
৯.অঙ্গ ধোয়ার সময় মসনূন দোয়া পড়া।
১০.অঙ্গ প্রত্যঙ্গ ঘষে ঘষে ধোয়া যেন কোন স্থানে শুকনো না থাকে এবং ময়লা না থাকে।
১১.অযুর সময় আহেতক কথা না বলা।
১২.পানির অপচয় না করা।
১৩.কান ও ঘাড় মাছেহ করা
১৪.দাড়ি খিলাল করা।
১৫.উভয় কানের ছিদ্রে শাহাদাত আঙ্গুল প্রবেশ করানো।
১৬.অজুর শেষে কালিমায়ে শাহাদাত ও দোয়া পাঠ করা।
১৭.অজু করার পর দুই-রাকাআত তাহিয়্যাতুল অজুর নামাজ আদায় করা।
১৮.অজু শেষে একবার সূরা কদর পাঠ করা।

English translation

The Mustahab of Ozu
1. The ojjura regularly say in the mouth and in the heart.
2. Bismillah called during every body wash.
3. Sitting in such a high place so that the water can go to the other side and not spill over.
Fall.
4. Face to the cable and make azu.
5. Do not seek help from others during this time.
6. Cooling with water in the hand and watering the nose.
7. Clean the nose with the balm hand.
8. When washing the papa pour water in the right hand and rub with the left hand.
9. Praying masculine blessings during the wash.
10. Wash the mango rub in the rubbing so that there is no drying and no dirt in the area.
11. Do not speak in a timely manner.
12. Do not waste water.
13. Ear and neck rubbing
14. To shave the beard.
15. Inserting a martyr's finger into a piercing ear.
16. At the end of the oath, recite the martyrdom and blessings of Kalima.
17. After performing the auu 'two-rak'ah tahiyatul azu to perform the prayers.
18. Read Surah Qadr once at the end of oz.

No comments

Powered by Blogger.