ওযূর ভঙ্গের কারণ-সমূহ
ওযূর ভঙ্গের কারণ-সমূহ
১.পায়খানা-প্রসাবের রাস্তা দিয়ে কোন কিছু বের হলে।
২.মুখ ভরে বমি করলে।
৩.শরীরের ক্ষতস্থান হতে রক্ত,পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া।
৪.নামাজে উচ্চ-আওয়াজে হাসলে।
৫.পাগল,মাতাল বা অচেতন হওয়া।
৬.চিৎ,কাৎ বা হেলান দিয়ে ঘুম যাওয়া।
৭. থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া।
৮. স্ত্রী-পুরুষ উভয়ে উলঙ্গাবস্থায় যদি উভয়ের লজ্জাস্থান শুধু স্পর্শ করে এবং ভিতরে না
ঢুকায় অথবা বীযর্পাত না হয় তাতেও অজু ভঙ্গ হবে।
English translation ::
Causes of Ouray Breach
1. Something goes out of the way of the toilet and urine.
2. If you vomit in the face.
3. Blood, blood or water come out of the wounds of the body.
4. Prayer smiles loudly.
5. To be crazy, drunk or unconscious.
6. Sleep with a dog or lean.
7. Blood splint with sputum is equal or greater.
8. If both men and women are naked, the shame of both of them is just touching and not inside
There will be no break in the entry or exit.
9. If intoxicated or drunk by drinking intoxicants.
No comments