নামাজের ভূমিকা ও ফযিলত/The role and virtues of prayers
ভূমিকা:
আল্লাহ তা’আলা মানব জাতীকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর ইবাদতের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ । কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তা’আলা নামাজের হিসাব নিবেন। নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কারণ। তাইতো রাসূল সা. বলেছেন, ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ কারী জাহান্নামী কারণ ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ কারা কুফুরী।
নামাজ একটি ফরজ এবাদত , এই ফরজ এবাদত আল্লাহর রাসূল সা. এর তরিকায় আদায় করতে হবে। কিন্তু দুক্ষজনক হলো মুসলমানরা ইচ্ছাকৃতভাবে আজকে নামাজের মত গুরুত্বপূর্ণ এবাদতকে ছেড়ে দিচ্ছে আর যারা নামাজ পড়ে তারাও নিজেদের মন মত নামাজ আদায় করে থাকে। সহীহ তরিকা শিখার চেষ্টাও করে না ।
অথচ রাসূল সা. বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ যারা সুন্দরভাবে আদায় করে আল্লাহ তা’আলা তাকে পাঁচটি বিশেষ পুরুস্কার দান করে সম্মানিত করবেন।
(১) তার থেকে মৃত্যুও কষ্ট দূর করে দিবেন।
(২) কবরের শাস্তি থেকে তাকে মাফ করে দিবেন।
(৩) কেয়ামতের দিন আল্লাহ তা’আলা তাকে ডান হাতে আমালনামা দান করবেন।
(৪) বিদ্যুাতের গতিতে ফুলসীরাত পার করবেন।
(৫) বিনা হিসাবে জান্নাত দান করবেন ।
অতএব সহীহ তরিকায় নামাজ কিভাবে পড়তে হয় তা শিখে নেওযা জরুরী । রাসূল সা. কে আল্লাহ তা’আলা জিব্রাইল আ. এর মাধ্যমে সহীহ তরিকার নামাজ পড়া শিখিয়েছেন। আর রাসূল সা. নিজেও হযরত জিব্রাইল আ. এর দেখানো তরিকায়ই সব সময় নামাজ পড়তেন । কারণ এটিই ছিল আল্লাহ তা’আলার শিখানো তরিকা।হযরত সাহাবায়ে কেরাম রা. রাসূল সা. কে যেভাবে নামাজ পড়তে দেখেছেন ঠিক সেভাবেই তারা নামাজ আদায় করেছেন। কারণ এটাই নামাজের বিশুদ্ধ তরিকা। সম্মানিত পাঠক আসুন কিভাবে সহীহ তরিকায় নামাজ আদায় করতে হয় তা আমরা জেনে নেই।আল্লাহ তা’আলা আমাদের সকলকে সুন্নতি তরিকায় সুন্দরভাবে নামাজ আদায় করার তাওফিক দান করুন আমীন।
নামাজের ফযিলত:
ইসলামে নামাযের গুরুত্ব অপরিসীম। নামায ইসলামের দ্বিতীয় রুকন, যা সুপ্রতিষ্ঠিত করা ব্যতীত মুসলমান হওয়া যায় না। নামাযে অবহেলা, অলসতা মুনাফিকের বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা মুতাবিক নামায পরিত্যাগ করা কুফরি, ভ্রষ্টতা এবং ইসলামের গণ্ডীবহির্ভূত হয়ে যাওয়া। সহীহ হাদীসে এসেছেبين الرجل وبين الكفر والشرك ترك الصلاةঅর্থ: “মুমিন ও কুফর-শিরকের মধ্যে ব্যবধান হল নামায পরিত্যাগ করা”। (মুসলিম)English::
এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন:
العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر
অর্থ: “আমাদের ও তাদের মধ্যকার অঙ্গীকার হল নামায। অত:পর যে ব্যক্তি তা পরিত্যাগ করবে সে কাফির হয়ে যাবে। হাদীসটি ইমাম তিরমিযী বর্ণনা করেছেন এবং বর্ণনাসূত্রের নিরিখে হাদীসটিকে হাসান (সুন্দর) বলেছেন।
নামায ইসলামের স্তম্ভ ও বড় নিদর্শন এবং বান্দা ও তার প্রতিপালকের মধ্যে সম্পর্ক স্থাপনকারী। সহীহ হাদীসে এর প্রমাণ।রাসূলুল্লাহ সা. বলেন:
إن أحدكُم إذا صَلَّى يُناجي ربَّه
অর্থ: “নিশ্চয়ই তোমাদের কেউ যখন নামায আদায় করে তখন সে তার প্রতিপালকের সাথে (মুনাজাত করে) নির্জনে কথা বলে। "
নামায বান্দা ও তার প্রতিপালকের মহব্বত এবং তাঁর দেওয়া অনুকম্পার কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক। নামায আল্লাহর নিকট অতি গুরুত্বপূর্ণ হওয়ার প্রমাণসমূহের একটি এই যে, নামায হল প্রথম ইবাদত যা ফরয হিসেবে পালনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মেরাজের রাতে, আকাশে, মুসলিম জাতির উপর তা ফরয করা হয়েছে। তা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, ‘কোন আমল উত্তম’ জিজ্ঞাসা করা হলে তার প্রত্যুত্তরে তিনি বলেছেন:
”الصلاة على وقتها“
অর্থ: “সময় মত নামায আদায় করা”। (বুখারী ও মুসলিম)।
নামাযকে আল্লাহ পাপ ও গুনাহ থেকে পবিত্রতা অর্জনের অসিলা বানিয়েছেন। হাদীসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
أرأيتُم لو أن نهراً بباب أحدكم يغتسل فيه كل يوم خمس مرات، هل يبقى من درنه شيء؟ قالوا: لا، قال: كذلك مثل الصلوات الخمس يَمْحُوا اللهُ بهنّ الخطايا
অর্থ: “যদি তোমাদের কারো (বাড়ীর) দরজার সামনে প্রবাহমান নদী থাকে এবং তাতে প্রত্যেক দিন পাঁচ বার গোসল করে, তাহলে কি তার (শরীরে) ময়লা বাকী থাকবে? (সাহাবীগণ) বললেন, ‘না’। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘অনুরূপভাবে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাযের দ্বারা (বান্দার) গুনাহকে মিটিয়ে দেন’। (বুখারী ও মুসলিম)
এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে আরো হাদীস বর্ণিত হয়েছে:
أنه كان آخر وصيته لأمته، وآخر عهده إليهم عند خروجه من الدنيا أن اتّقوا الله في الصلاة وفيما ملكت أيمانُكم. (أخرجه أحمد والنسائي وابن ماجه)
অর্থ: “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুকালে তাঁর উম্মাতের জন্য সর্বশেষ অসিয়ত (উপদেশ) এবং অঙ্গীকার গ্রহণ ছিল, ারা যেন নামায ও তাদের দাস-দাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় করে।” (হাদীসটি ইমাম আহমাদ, নাসায়ী ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন)
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নামাযের ব্যাপারে খুবই গুরুত্বারোপ করেছেন এবং নামায ও নামাযীকে সম্মানিত করেছেন। কুরআনের অনেক জায়গায় বিভিন্ন ইবাদতের সাথে বিশেষভাবে নামাযের কথা উল্লেখ করেছেন। নামাযকে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন।
এ বিষয়ে কয়েকটি আয়াত নিুরূপ:
حَافِظُواْ عَلَى الصَّلَوَاتِ والصَّلاَةِ الْوُسْطَى وَقُومُواْ لِلّهِ قَانِتِينَ
অর্থ “তোমরা সমস্ত নামাযের প্রতি যতœবান হও, বিশেষ করে (মাধ্যম) আসরের নামায। আর আল্লাহর সমীপে কাকুতি-মিনতির সাথে দাঁড়াও”। (সূরা আল বাকারাহ, আয়াত: ২৩৮)
وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ
অর্থ: “আর তুমি নামায সুপ্রতিষ্ঠিত কর। নিশ্চয় নামায অশালীন এবং অন্যায় কাজ থেকে বারণ করে”। (সূরা আল-আনকাবুত, আয়াত: ৪৫)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ إِنَّ اللّهَ مَعَ الصَّابِرِينَ
অর্থ: “হে মুমিনগণ! তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।” (সূরা আল বাকারা , আয়াত: ১৫৩)
إِنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا
অর্থ: “নিশ্চয় নামায মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরয।” (সূরা আন নিসা, আয়াত: ১০৩) নামায পরিত্যাগকারীর জন্য আল্লাহর আযাব অপরিহার্য। ইরশাদ হয়েছে:
فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا
অর্থ: “অতঃপর তাদের পরে আসল এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করল এবং কুপ্রত্তির অনুসরণ করল। সুতরাং তারা শীগ্রই জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে”। (সূরা মারয়াম, আয়াত: ৫৯) আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্যের মাধ্যমে, তাঁর ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচার উদ্দেশ্যে নামায সুপ্রতিষ্ঠিত করা ও সময়মত তা আদায় করা প্রতিটি মুসলমানের অবশ্য কর্তব্য।
Introduction:
Allah created mankind for His worship. And the most important act of worship is prayer. On the Day of Resurrection, Allah will be the first to take account of the prayers. The reason for not going to prayers is to go to hell. That's why the Prophet. He said that those who intentionally abandon prayers are hellish because those who abandon intentional prayers are kufr.
Prayers are an obligatory act of worship, this obligatory act of worship is the Messenger of Allah. It has to be realized in this way. But it is unfortunate that Muslims today are deliberately abandoning important acts of worship like prayers and those who perform prayers also perform prayers according to their own minds. Sahih Tariqa does not even try to learn.
But the Prophet. He said that those who perform the five daily prayers well, Allah will honor them by giving them five special rewards.
(1) He will remove the pain of death from them.
(2) Forgive him from the punishment of the grave.
(3) On the Day of Resurrection, Allah will give him the record in his right hand.
(4) Cross the Fulsirat at lightning speed.
(5) Give Paradise without any reason.
Therefore, it is important to learn how to perform Sahih prayers. The Prophet. Who is Allah Ta'ala Jibraeel A. Through this he has taught to recite Sahih Tariqa prayers. And the Prophet. Hazrat Jibril A. himself. He always prayed in the manner shown by him. Because this was the way taught by Allah Ta'ala. The Prophet. They performed the prayers in the same way as they saw the prayers being performed. Because this is the pure method of prayer. Dear reader, let us know how to perform Sahih prayers in a correct manner. May Allah grant us all the Tawfiq to perform prayers in a Sunnah manner. Amen.
Virtues of Prayers:
The importance of prayers in Islam is immense. Prayer is the second pillar of Islam, which cannot be converted to Islam without being well-established. Neglect in prayer, laziness is a characteristic of a hypocrite. According to the Prophet (peace and blessings of Allaah be upon him), abandoning prayer is kufr, perversion and transgression of Islam. In the saheeh hadeeth, it is stated that between the man and the disbeliever and the polytheist abandon the prayer. (Muslim)
The Prophet (peace and blessings of Allaah be upon him) added:
The covenant between us and them between the two of them is not disbelief
Meaning: “The promise between us and them is prayer. Then whoever abandons it will become a disbeliever. The hadith has been narrated by Imam Tirmidhi and he has called the hadith Hasan (beautiful) in terms of narration.
Prayer is one of the pillars and symbols of Islam, and it establishes a relationship between the servant and his Lord. Proof of this in Sahih Hadith. Rasulullah SA. Said:
أن كدكُم إذا صَلَّى يُناجي ربَّه
Meaning: “Surely, when one of you prays, he speaks to his Lord in private. "
The prayer symbolizes the love of the servant and his Lord and the gratitude for His mercy. One of the proofs that prayer is very important to God is that prayer is the first act of worship that the Prophet (peace and blessings of Allaah be upon him) was instructed to perform as obligatory and was made obligatory on the Muslim nation on the night of Meraj, in the sky. Besides, when the Prophet (peace and blessings of Allaah be upon him) was asked, 'Which deed is better?', He replied:
"Prayer on time"
Meaning: "Performing prayers on time". (Bukhari and Muslim).
Allah has made prayer a means of purification from sins and transgressions. The Prophet (peace and blessings of Allaah be upon him) said in a hadeeth:
Do you want me to take a bath every day for five days, is there anything left for you? They said: No, he said: Like the five daily prayers, may God bless them.
Meaning: “If one of you has a river flowing in front of (your) door and bathes in it five times a day, will he (his body) have dirt left? (The Companions) said, ‘No’. The Prophet (peace and blessings of Allaah be upon him) said, ‘In the same way, Allaah removes (the slave) sin by praying five times’. (Bukhari and Muslim)
More hadiths have been narrated from the Prophet (peace and blessings of Allaah be upon him) in this regard:
They are the last will and testament of theirs, and the last covenant is with them when they go out of this world, so fear Allah in prayer and believe in your kingdom. (Published by Ahmad and Al-Nisa'i and Ibn Majah)
Meaning: "At the time of the death of the Prophet (peace and blessings of Allaah be upon him), the last will and testament for his ummah was to accept it, so that they may fear Allaah regarding prayer and their slaves." (Narrated by Imam Ahmad, Nasai and Ibn Majah)
Allaah has placed great importance on prayer in the Holy Qur'aan and has honored the prayer and the worshiper. In many places in the Qur'an, prayers are specifically mentioned along with various acts of worship. He specifically mentioned prayer.
Here are some verses on this subject:
َ حَفِظُواْ عَلَى الصَّلَوَاتِ وَالصَّلاَةِ الْوُسْطَى وَقُومُوا لِلّهِ قَانِتِينَ
Meaning: “Pay attention to all the prayers, especially the (medium) Asr prayer. And stand before Allah with supplication. " (Surat al-Baqarah, verse 238)
قوَأَقِمِ الصَّلاَةَ ِّنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ
Meaning: “And establish the prayer. Indeed, prayer forbids indecency and wrongdoing. " (Surat al-Ankabut, verse 45)
O you who believe! Seek help with patience and prayer, for Allah is with those who are patient. ”ِنَّ اللَهَ مَعَ الصَْابِرِينَ
Meaning: “O you who believe! Seek help through patience and prayer. Surely Allah is with the patient. (Surat al-Baqara, verse: 153)
إ ِّنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا
Meaning: "Surely prayer is obligatory upon the believers at certain times." (Surat an-Nisa ', verse 103) The punishment of Allah is necessary for the one who abandons the prayer. Irshad said:
خفَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ ضَضَاعُوا الصَّلاَةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا
Meaning: “Then there came after them an evil generation who ruined the prayer and followed evil. So they will soon see the punishment of Hell. " (Surah Maryam, verse 59) According to the provisions of Allah, it is the duty of every Muslim to establish the prayer well and perform it on time in order to escape from His wrath and painful punishment through obedience to Allah and His Messenger.
No comments