ওযূর ফরজ

ওযূর ফরজ
ওযুর ফরয ৪টি-যথাঃ
১.সম্পূর্ন মুখমন্ডল একবার ধোয়া।
২.দুই হাতের কনুই পর্যন্ত একবার ধোয়া।
৩.মাথার চারভাগের একভাগ মসেহ করা।
৪.দুই পায়ের টাকনু-সহ ধৌত করা এবং একবার করে ধৌত করা ফরজ।
বিঃদ্রঃ ওযূ নামাজের চাবী আর নামাজ বেহেস্তের চাবী। কাজেই ওযূর জন্য নিয়ম পালন করা আবশ্যক।ইহার মধ্যে একটি অঙ্গ ছুটে গেলে বা একটি পশমের গোড়াও শুকনা থাকলে ওযূ শুদ্ধ হবে না।

English Translation:::

The duty of azur
The obligation of the oz is 5 viz
1. Wash the whole face once.
2. Wash once to the elbow of both hands.
3. Anointing one-fourth of the head.
4. It is obligatory to wash both the feet with the spine and wash once.
Badu: Ou is the key to prayer and prayer is the key to heaven. Therefore, it is necessary to observe the rules for the woooo.

No comments

Powered by Blogger.