কালেমা শাহাদৎ
কালেমা শাহাদৎبِسْمِ اللَّهِ الرَّحْنِ الرَّحِيمِ
পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে
আরবি-
اشْهَدُ انْ لّآ اِلهَ اِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه، وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدً اعَبْدُهوَرَسُولُهউচ্চারণ
আশহাদুআল্লাইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
বাংলা অর্থ

আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি এক, তাঁহার কোন অংশীদার নেই, এবং আমি আরও সাক্ষ্য দিতেছি যে, নিশ্চয়ই হযরত মুহাম্মদ (সঃ)আল্লাহ্র প্রেরিত বান্দা ও রাসূল।
English pronunciation::
Ashahadu ALaa ilaaha illalLahu Wahtha Ho La Shareekala Hoo Wa Ash Hadu Anna Mohammadan Abdu Hoo Wa Rasoolu.
The meaning of english::
I bear witness that there is none worthy of worship besides Allah. He is alone. He has no partner, and I bear witness that Muhammad is His servant and messenger.
No comments